নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
নারায়ণগঞ্জ পুলিশ সুপার ড.খন্দকার মহিদ উদ্দিন বলেছেন, মাদকমুক্ত সমাজ গঠনে দলমত নির্বিশেষে সকলকে এগিয়ে আসতে হবে। মাদক পরিবার, সমাজ দেশকে ধ্বংস করে, মাদক থেকে সবাইকে দূরে থাকতে হবে, এজন্য গনসচেতনতা বাড়াতে হবে, মাদক নির্মূলে সকলকে ঐক্যমত্য হয়ে কাজ করতে হবে। জনগন সহায়তা না করলে পুলিশের একার পক্ষে এ থেকে উত্তরন সম্ভব নয়। মাদক নির্মূলের পাশাপশি সন্ত্রাসীদের বিরুদ্ধেও প্রতিবাদী হতে হবে, চাঁদাবাজ, সন্ত্রাসীদের সম্পর্কে পাড়ামহল¬ায় প্রতিরোধ গড়ে তোলার পাশাপশি আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সহায়তা নেওয়ার জন্য পরামর্শ দেন পুলিশ সুপার। তিনি আরো বলেছেন,২ বছর নারায়ণগঞ্জ জেলাবাসীর সাথে চলেছি, অনেক ভাল লেগেছে,জেলাবাসীর সর্বাত্বক সহযোগিতা পেয়েছি এ জন্য তাদের কাছে কৃতজ্ঞ। তিনি আরো বলেছেন, আমরা মুসলামানরা যে যার কাজকর্মই করিনা কেন সবাই যদি নামাজের সময়ে পাঁচ ওয়াক্ত নামাজ জামায়াতের সাথে মসজিদে গিয়ে পড়তে পারি তাহলে অনেক ভাল হয়। আমাদেরকে আখেরাতের জন্য কাজ করতে হবে। সৃষ্টিকর্তা আল¬াহর পবিত্র কোরআন ও রাসুলের হাদিস মোতাবেক আমাদের চলতে হবে। পুলিশ সুপার বলেন,যারা সন্ত্রাস, চাঁদাবাজি, ও মাদকের মতো খারাপ ও ঘৃর্ণকাজ করেন তারা সে পথ থেকে বেরিয়ে ভাল পথে চলুন খারাপ কাজ পরিত্যাগ করুন।দীর্ঘচলার পথে নারায়ণগঞ্জ জেলাবাসী আমাকে কথা জেলা পুলিশকে অনেকে সহযোগিতা করেছেন এ জন্য তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ। পুলিশ সুপারের সাথে এ সময় উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি সরাফত উল¬াহ, ও এসআই ওমর ফারুকসহ অন্যান্য পুলিশ সদস্যরা।