বিজয় বার্তা ২৪ ডট কম
মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষ্যে জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের আয়োজনে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত করা হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে দশটায় নারায়ণগঞ্জ সার্কিট হাউজ মিলনায়তনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ আসাদুজ্জামান’র সভাপতিত্বে ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের পরিদর্শক মোহাম্মদ ওবায়দুল কবির এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, সহকারী পরিচালক বিপ্লব কুমার মোদক, নারায়ণগঞ্জ সিভিল সার্জন ডাঃ মোঃ এহসানুল হক, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শরফুউদ্দিন, জেলা সমাজসেবা কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা আক্তারউদ্দিন প্রধান ও প্রকল্প সমন্বয় পরিষদের সভাপতি মোঃ সামসুজ্জামান ভাষানী প্রমূখ।