বিজয় বার্তা ২৪ ডট কম
অসহায় দুঃস্থ শীতার্থদের মাঝে শীত নিবারণে শীতবস্ত্র বিতরণ করেছেন প্যানেল মেয়র আব্দুল করিম বাবুর পরিবার। শুক্রবার দিবাগত রাতে শহরের বিভিন্ন এলাকা ঘুরে রাস্তায় ঘুমিয়ে থাকা অসহায়দের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, প্যানেল মেয়র বাবুর স্ত্রী ফারহানা করিম, ছেলে এমআরকে রিয়েন ও মেয়ে সুমাইয়া করিম।
শীতবস্ত্র বিতরণ প্রসঙ্গে এমআরকে রিয়েন বলেন বলেন, নারায়ণগঞ্জ আমাদের মাটি। আমাদের সামর্থ্য অনুযায়ী এই মাটির মানুষের জন্য কিছু চেষ্টা করেছি। যারা রাস্তায় ঘুমায় যাদের শীত বস্ত্র কিনার সামর্থ নেই এগুলো দেখে আমাদের মনে অনেক কষ্ট লাগে । শীত বাড়ায় অসহায় মানুষগুলো কষ্ট করছে। আমরা দামি কম্বল গায়ে দিয়ে শীত নিবারন করি। আর এদিকে অসহায় মানুষগুলো তো তাদের শীতবস্ত্র কিনতে পারেনা। একটা রেস্টুরেন্টে খেলেও হাজার টাকা খরচ হয়ে যায়। আমাদের সামর্থ অনুযায়ী ১০টা বা ২০ টা করেও যদি শীতার্থদের মাঝে শীতবস্ত্র দেই তাহলে তাদের কিছুটা হলেও কষ্ট লাঘোব হবে। আমাদের গনতন্ত্রের মানষকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময় দেশের মানুষের জন্য কাজ করে। একজন এতিম মানুষ এভাবে মানুষের জন্য কাজ করছে। এটা দেখেও শিখার বিষয় আছে। কিছুদিন আগেও প্রধানমন্ত্রীর কম্বল পেয়েছি সেগুলোও মানুষের মাঝে বিতরণ করেছি। এত কোটি মানুষকে তার একার পক্ষে করা সম্ভব না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ণ বর্তমানে দৃশ্যমান। হাতে গোনা কিছু লোক অসহায় অবস্থায় রয়েছে। আমরা যদি নিজের সামর্থ অনুযায়ী দেশের মানুষের জন্য এগিয়ে আসি তাহলে মানুষগুলো ভালভাবে থাকতে পারবে। আমার বাবা প্যানেল মেয়র আব্দুল করিম বাবু ও আমার দাদা তারা সব সময় মানুষের পাশে দাড়িয়েছে। তাদের কাছ থেকেই শিখেছি কিভাবে মানুষের পাশে দাড়াতে হয়। আমাদের পরিবার যেহেতু জনপ্রতিনিধির পরিবার তাই আমাদের কাছে মানুষের প্রত্যাশা একটু বেশী। ইনশাল্লাহ সামর্থ অনুযায়ী মানুষের সেবায় আমৃত্যু কাজ করবো। আমরা জননেত্রী শেখ হাসিনার পথকে অনসরন করবো দেশের উন্নয়নে সকলে মিলে এগিয়ে চলবো।