বিজয় বার্তা ২৪ ডট কম
সরকারী মহিলা কলেজে ক্লাশ রুমে নিয়মিত উপস্থিতি ও ভালো ফলাফল করার লক্ষ্যে উদ্বদ্ধকরণের বিষয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ ভবনের মিলনায়তনে এই অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় বক্তারা বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফল করতে হলে শিক্ষকদের চেয়ে অভিভাবকদের বেশি গুরুত্ব দিতে হবে । কারন এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যদি ভালো ফলাফল করে তাহলে শিক্ষকদের চেয়ে বেশি সম্মানিত হবে তাদের পিতা মাতা । তাই আমাদের সন্তানেরা যাতে করে সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে পারে তার জন্য পিতা-মাতা কে সন্তানদের প্রতি সুদৃষ্টি রাখতে । শিক্ষার্থীদের কে নিয়মিত কলেজে উপস্থিত থাকতে হবে ।
শিক্ষক পরিষদের সম্পাদক মোঃ মাহফুজুর রহমান সরকারের সঞ্চলনায় এ সময়ে বক্তব্য রাখেন কলেজের প্রফেসর বেদৈারা বিনতে হাবীব, উপাধ্যক্ষ মো: দবিউর রহমান, মো: ওয়াজেদ কামাল, শাহানারা মান্নান, আবুল বাসার প্রমুখ।
বার একাডেমী স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি একেএম শামীম চৌধুরী’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি ) মোঃ রেজাউল বারী, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা হোসনে আরা বেগম, স্কুলের ম্যানেজিং কমিটির কো- অপট সদস্য জিয়াউদ্দিন আহমেদ, মোঃ নুরুজ্জামান আহমেদ, আলী হায়দার শামীম, স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ হুমায়ুন কবির ।
পরে বার্ষিক ক্রীড়া বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় ।