বিজয় বার্তা ২৪ ডট কম
সোনারগাঁয়ে রেগুনা চালকরা সকলে একত্রিত হয়ে রেগুনা চাঁদাবাজদের বিরোধে বিক্ষোভ মিসিল করে। শনিবার (২২শে অক্টোবর ১৬ইং) দুপুর ২ ঘটিকায় দরিকান্দি মহাসড়কে এ বিক্ষোপ মিসিল করে। চালকরা বলেন ছালমান , তাওলাদ, ইকবাল ,আমির , মোস্তউদ্দিন সহ আরো অনেকেই সেন্ডিগেটের মাধ্যমে আমাদের কাছথেকে চাঁদা আদায় করে। আমরা গরিব মানুষ চিটাগাংরোড হইতে মোরগাপাড়া চৌরান্তা পর্যন্ত রেগুনা গাড়ি চালাই । আমাদের কে প্রতিদিন চিটাগাংরোগ চাঁদা দিতে হয় , কাঁচপুরে চাঁদা দিতে হয় , মদনপুর ও মোরগাপাড়া চাঁদাদিতে হয় । প্রতিদিন একটি গাড়ির থেকে ৫০০ টাকা করে চাঁদা দিতে হয় । আমরা যদি চাঁদা না দেই তাহলে আমাদেরকে মারধোর করে। এ ব্যাপারে প্রসাশনের সু দৃষ্টি দেওয়ার জন্য চালকরা আহবান করে ।