নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে মহানগর আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেল ৪ টায় নারায়ণগঞ্জের ২ নং রেলেগইট সংলগ্ন মিডটাউন মার্কেটের সামনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ এ.কে.এম শামীম ওসমান প্রধান অতিথির বক্তব্যে বলেন, কিছুদিন পূর্বে আমার জীবনের সবচেয়ে দামী সম্পদ আমার মাকে হারিয়েছি। আমার মা আমাদের ছেড়ে চলে গেছেন বিধায় অনেক কষ্ট পেয়েছি। সেই কষ্ট এখনো ভুলতে পারিনি। যার কারনে ১৬ই মার্চের জনসভাটি স্থগিত করা হয়েছিল। নারায়ণগঞ্জের মানুষ আমার মা, বাবা, বড় ভাই নাসিম ওসমানের জন্য যে ভালোবাসা ও দোয়া করেছেন, আজ আমি নারায়ণগঞ্জবাসীর কাছে অনেক বড় ঋণি হয়ে রইলাম। মহান আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন নারায়ণগঞ্জবাসীর উপর রহমত নাজিল করেন।
এসময় মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেনর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমান। এছাড়া আরো উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি কমান্ডর গোপিনাথ দাশ, রোকনউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক এড. খোকন সাহা, যুগ্ম সম্পাদক শাহ নিজাম, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, ফতুল্লা থানার সভাপতি এম সাইফুল্লাহ বাদল, সাধারণ সম্পাদক শওকত আলী, সিদ্ধিরগঞ্জ থানার সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক হাজ্বী মোঃ ইয়াছিন মিয়া, সোনারগাঁ থানার সভাপতি এড. সামসুর রহমান ভূইয়া, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মোঃ বাদল, শহর যুবলীগের সভাপতি সাহাদাত হোসেন সাজনু, শহর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাজমূল আলম সজল, সাধারণ সম্পাদক জুয়েল হোসেন, জেলা ছাত্রলীগের সভাপতি সাফায়েত আলম সানি প্রমূখ, নারায়ণগঞ্জ আইন কলেজের ছাত্রনেতা এম এম হাসান সহ অন্যান্য নেতৃবৃন্দ।
তিনি আরো বলেন, আজকে সিটি কপোরেশন নির্বাচন নিয়ে কিছু বলবো না। দলের নেতা কর্মীদের সাথে আলাপ আলোচনা হচ্ছে। চুড়ান্ত মনোনয়ন দেবেন জননেত্রী শেখ হাসিনা। তবে আমরা সবাই মিলে যাকে পছন্দ করবো, নেত্রী তাকেই মনোনীত করবেন বলে আশা রাখি। প্রধানমন্ত্রীর মনোনিত জন্যই আমরা সবাই তার জন্য কাজ করবো।
তিনি আরো বলেন, যারা ডেইলি ষ্টার ও প্রথম আলো গ্রুপে ঢুকে মান্নাদের সাথে মিলে ওয়ান ইলেভেনে ভূমিকা রেখেছিলো, বদমাইশ কন্ট্রাক্টরদের সাথে রিক্সা নিয়ে ঘুরেছে তারা আওয়ামীলীগের প্রতীকে নির্বাচন করতে পারবে না। কেউ কালো টাকার ঝনঝনানি দেখাতে চাইলে তার জন্য আওয়ামীলীগের দরকার নেই, আমার ছাত্রলীগই যথেষ্ট।
এসময় তিনি বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বলেন,বাংলাদেশে একজন বিষধর নাগিনী রয়েছেন। তিনি হলেন জিয়াউর রহমানের স্ত্রী খালেদা জিয়া। তার সাপের বিষে মানুষ পুড়িয়ে মেরেছে এবং কেন কি কারনে আগামী নির্বাচনে শেখ হাসিনা বিহীন হবে তা জনগণ জানতে চায় ? শেখ হাসিনাকে মারা ষড়যন্ত্র করছে খালেদা জিয়া। ৭৫ পূর্বে স্বাধীনতা বিরোধী ঘাতকরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে এমনই মন্তব্য করেছিলেন।কিন্তু আপনি যতই ষড়যন্ত্র করুন আর হুমকী-ধামকি দেন তাতে কোন লাভ হবে না। আ’লীগ এখন আর আগের আ’লীগ নেই। কারন প্রধানমন্ত্রীর মালিক আল্লাহ। তিনিই তাকে রক্ষা করবেন।
ইউপি নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রীর নৌকা নিয়ে যারা বেইমানী করবে তাদের আ’লীগে কোন স্থান হবে না। আওয়ামীলীগ আর আগের আওয়ামী লীগ নেই। আমরা থাকতে নারায়ণগঞ্জের আওয়ামীলীগে বেঈমানদের আর স্থান হবে না। আসন্ন ইউপি নির্বাচনে স্বাধীনতা পক্ষের শক্তি নৌকা প্রতিকের পক্ষ নিয়ে সবাই মিলেমিশে কাজ করবেন।