বিজয় বার্তা ২৪ ডট কম
একুশে আগস্ট গ্রেনেড হামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে মৃত্যুদণ্ড দেওয়ার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল করেছে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দল ।
সোমবার ( ১৫ অক্টোবর ) দুপুরে শহরের হাজীগঞ্জ কিল্লারপুল এলাকায় মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন রানা’র নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল করেন মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন মেরিন কলেজের সাবেক ভিপি মোঃ নজরুল ইসলাম, মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা আরাফাত, এড. সোহাগ, শাকিল, পবন, মন্টু, মনির, নাসির সহ অনেকেই ।
বিক্ষোভ মিছিল পূর্বে বক্তব্যে সাখাওয়াত হোসেন রানা বলেন, বাকশালী সরকার তাদের এজেন্ডা বাস্তবায়ন করতে ও তাদের ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দিয়ে ফরমায়েসী রায় প্রদান করছে। এটা বাংলার ১৭ কোটি জনতা বুঝে গেছে। তাই বর্তমান বাকশালী সরকারের জনপ্রিয়তা তলানিতে। ফলে জিয়া পরিবারের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র করা হচ্ছে। আর এ সকল ষড়যন্ত্রের দাত ভাঙ্গা জবাব দিতে স্বেচ্ছাসেবক দল সর্বদা প্রস্তুত রয়েছে। অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি আর বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ফরমায়েসি রায় বাতিলের দাবি জানাচ্ছি । আর তা নাহলে সর্বস্থরের জনগণকে নিয়ে বাকশালি সরকার পতনের জন্য কঠোর আন্দোলন গড়ে তোলা হবে ।
প্রসঙ্গত, গত ১০ অক্টোবর ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়াকে যাবজ্জীবন কারাদন্ড দেন আদালত। ওইদিনই কেন্দ্রীয় বিএনপির সাংবাদিক সম্মেলন করে সারাদেশে সাত দিনে কর্মসূচি ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ।