বিজয় বার্তা ২৪ ডট কম
অনেক জল্পনা-কল্পনা শেষে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। পাঁচ সদস্য বিশিষ্ট কমিটিতে আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন মমতাজ উদ্দিন মন্তু, সদস্য সচিব পদে রয়েছেন মনিরুল ইসলাম সজল। এতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে সাগর প্রধানকে, যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন মোয়াজ্জেম হোসেন মন্টি ও সাহেদ আহমেদ।
আজ মঙ্গলবার (১৬ নভেম্বর) জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির এক সভায় ওই কমিটি ঘোষণা করা হয়। যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুল আলম নীরবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর সঞ্চালনায় অনুষ্ঠিত ওই সভায় মাদারীপুর, ঝালকাঠি ও জয়পুরহাট জেলারও আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়৷