বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জে মহানগর বিএনপি’র কর্মী সম্মেলনে আসছেন ব্যারিষ্টার মওদুদ আহম্মেদ। বুধবার (১৭ জানুয়ারী) এক বিবৃতিতে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল এ তথ্য জানান।
এ সময় তিনি আরও জানান, বুধবার ঢাকা’র দিলকুশা রোডস্থ নাভানা ভবনে বিকেল ৫টায় তার ব্যক্তিগত অফিসে বসে এ বিষয়টি নিশ্চিত করেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ব্যারিষ্টার মওদুদ আহম্মেদ। এ সময় তিনি নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র সাংগঠনিক অবস্থার খোজ খবর নেন। সেই সাথে আগামী ২০ জানুয়ারী বন্দর হেভীন কমিউিনিটি সেন্টারে মহানগর বিএনপি’র কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা জানান।
নারায়ণগঞ্জ মহান বিএনপির পক্ষ থেকে ব্যারিষ্টার মওদুদ আহম্মেদ এর সাথে স্বাক্ষাত করেন সংগঠনের সাধারণ সম্পাদক এটিএম কামাল ও সাংগঠনিক সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু।