বিজয় বার্তা ২৪ ডট কম
হেফাজতে ইসলামের আমীর আল্লামা আহমদ শফি ও নারায়ণগঞ্জ জেলা আমীর মাওলানা আবদুল আউয়ালের বিরুদ্ধে অপবাদ ও কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে এবং আফগানিস্তানে হাফেজ ছাত্রদের উপর বোমা হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জ জেলা জমিয়তে উলামায়ে ইসলাম ও নারায়ণগঞ্জ মহানগর ইসলামী আন্দোলনের যৌথ উদ্যোগে নগরীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ এপ্রিল) বাদ জুমা শহরের ডিআইটি মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে চাষাঢ়া ঘুরে ২নং রেল গেইটে গিয়ে দোয়া ও মোনাজাতের মাধ্যমে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে হেফাজতে ইসলামের আমীর আল্লামা আহমদ শফি ও নারায়ণগঞ্জ জেলা আমীর মাওলানা আবদুল আউয়ালের বিরুদ্ধে অপবাদ ও কুরুচিপূর্ণ বক্তব্য প্রদানকারীদের বিরুদ্ধে শ্লোগান দেয়া হয় ও এর পরিনতী ভংঙ্কর হবে বলে হুশিয়ারী জানানো হয়। সেই সাথে আফগানিস্তানে কোরআনে হাফেজদের উপর বোমা হামলার প্রতিবাদে আমেরিকাসহ পশ্চিমা দেশগুলো বিরুদ্ধেও শ্লোগনে শ্লোগানে মূখর করে তোলে ধর্মপ্রাণ মুসুল্লিরা।
নারায়ণগঞ্জ জেলা জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্ম সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, নারায়ণগঞ্জ জেলা জমিয়তে উলামায়ে ইসলামের সাধারণ সম্পাদক জাকির হোসেন কাশেমী, সদস্য মাওলানা রহমতউল্লাহসহ কয়েক হাজার ধর্মপ্রাণ মুসুল্লি।