নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হুমায়ূন কবির মৃধা’র মাতা মাজেদা খাতুন (৮২)আর নেই। তিনি মঙ্গলবার বেলা দেড়টায় রাজধানী’র শ্যামলীস্থ তমা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্নলিল্লাহি…..রাজিউন। মৃত্যুকালে তিনি ৫ ছেলে ৭ মেয়ে অসংখ্য নাতি-নাতনীসহ অগণিত গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুর সংবাদ পেয়ে মরহুমার পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে ছুটে যান নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ সেলিনা হায়াত আইভী,নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন, বন্দর থানা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এ রশীদ,নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর ফয়সল মোহাম্মদ সাগর,২০ নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ হোসেন নূর,২৩ নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুদ্দিন আহাম্মদ দুলাল প্রধাণ,২৬ নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন আনু,২৭ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ,মহিলা কাউন্সিলর ইসরাত জাহান খান স্মৃতি,শাহী ইফাত জাহান মায়া,নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব নুরুল ইসলাম চৌধূরী,যুগ্ম সম্পাদক জিএম আরমান,আহসান হাবিব,সদস্য শাখাওয়াত হোসেন সুমন,বন্দর থানা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সহিদুল হাসান মৃধা,বন্দর পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবিএম আমিরুল ইসলাম,বীরমুক্তিযোদ্ধা জালালউদ্দিন জালু,২০ নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা এম এ কাইয়ূম,বন্দর থানা যুবলীগের সভাপতি এ্যাডভোকেট হাবিব আল মুজাহিদ পলু,সাধারণ সম্পাদক খন্দকার এম এ হাতেম,সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রাজা,ইঞ্জিনিয়ার আলী আজহার তৌফিক,বন্দর থানা ছাত্রলীগের সভাপতি নাজমুল হাসান আরিফ,যুগ্ম সম্পাদক মাহাবুবুর রহমান কমল,ওয়াহিদুজ্জামান অহিদ,নূর মোহাম্মদ দেওয়ান সিয়াপ,থানা ছাত্রলীগ নেতা আরাফাত কবির ফাহিম,২২ নং ওয়ার্ড শ্রমিকলীগের সভাপতি দেওয়ান মোহাম্মদ আলী,বন্দর থানা মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সভাপতি আসিফ প্রধাণ প্রমুখ। বাদ এশা নবীগঞ্জ ঈদগাহ ময়দানে জানাজা শেষে স্থানীয় বাগে জান্নাত কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজার নামাজ পড়ান মরহুমার কনিষ্ঠ পুত্র মোঃ বদরুল আলম,উল্লেখ্য,মরহুমা মাজেদা বেগম মহান ভাষা সৈনিক মরহুম আশেক আলী মৃধা’র স্ত্রী।