বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে শোক র্যালী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকাল ৩টায় নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামীলীগ এর প্রধান কার্যালয় প্রাঙ্গণ থেকে জাতীয় শোক দিবস উপলক্ষে এই শোক র্যালী বের করা হয়।
নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন এর সভাপতিত্বে শোক র্যালীতে উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি রবিউল হোসেন, রোকন উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক এড খোকন সাহা, , যুগ্ম সম্পাদক শাহ নিজাম, আহসান হাবীব, জি এম আরমান, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, জি.এম আরাফাত, এড. মাহমুদা মালা, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি আনিছুর রহমান দিপু, বন্দর থানা আওয়ামীলীগ এর সভাপতি এম এ রশিদ, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন সাজনু, মহানগর স্বেচ্ছাসেবকলীগ এর সভাপতি নাজমুল আলম সজল, সাধারণ সম্পাদক জুয়েল হোসেন , মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান মুন্না, জেলা ছাত্রলীগের সভাপতি সাফায়েত আলম সানি, সাধারণ সম্পাদক মিজানুর রহমান সুজন, সহ সভাপতি মো. আলি আকবর, মহানগর ছাত্রলীগের আহবায়ক হাবিবুর রহমান রিয়াদ, যুগ্ম আহ্বায়ক হাসনাতুর রহমান বিন্দু , ফতুলা থানা যুবলীগের সভাপতি মীর সোহেল আলী, সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সভাপতি মতিউর রহমান মতি, নাসিক কাউন্সিলার শারমিন হাবিব বিন্নি , সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রলীগের আহবায়ক কাউন্সিল শাহ জালাল বাদল সহ নারায়ণগঞ্জের প্রতিটি ওয়ার্ড আওয়ামীলীগের সকল নেতৃবৃন্দ।
শোক র্যালীর বক্তব্যে আনোয়ার হোসেন বলেন, ১৯৭৫ সালের ১৫ ই আগষ্ট বাঙ্গালী জাতি জন্য একটি মর্মান্তিক দিন। ১৫ আগষ্ট ঘাতকেরা ধানমন্ডির ৩২ নং বাড়িতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের সকলকে হত্যা করে। বাঙ্গালী জাতি হারিয়ে ফেলে একজন অভিভাবককে। আমরা তখন ছাত্র রাজনীতি করতাম বঙ্গবন্ধুর হত্যার দাবীতে আন্দোলন সংগ্রাম করি। তখন অনেক অত্যাচার ও নির্যাতন সহ্য করতে হয়। ২০১০ সালে বিদেশ থেকে ফিরিয়ে এনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যা কারীদের বিচারের সম্মুখীন করে ফাঁসি কার্যকর করা হয়। এতে করে স্বাধীনতার ৩৫ বছর পর হলেও এই হত্যার বিচার হয়েছে কিন্ত আজ বেশ কয়েক জন বিদেশে পলাতক আছে এদের কেও খোজে বের করে ফাঁসির দেওয়া হলে বঙ্গবন্ধুর আত্মা শান্তি পাবে। আমরা এই শোক র্যালীর মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গভীর ভাবে স্মরণ করছি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে শেখ হাসিনার নেতৃত্বে আমাদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।
বক্তব্যে শেষৈ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামীলীগ এর প্রধান কার্যালয় প্রাঙ্গণ থেকে ১৫ আগষ্ট উপলক্ষ্যে এক শোক র্যালী বের করেন এবং র্যালীটি নারায়ণগঞ্জ শহরের প্রধান সড়ক বি বি রোড চাষাঢ়া চত্বর ঘুরে আবার আওয়ামীলীগ এর কার্যালয়ে এসে র্যালীটি সমাপ্ত হয়।