নওগাঁ,বিজয় বার্তা ২৪
শুক্রবার সকালে নওগাঁর মহাদেবপুরে বজ্রপাতে শচীন মুহুরী (৪৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার চেরাগপুর ইউনিয়নের ধঞ্জইল গ্রামের মৃত ভগবান মুহুরীর ছেলে।
মহাদেবপুর থানার ওসি সাবের রেজা জানান, সকাল সাড়ে ৯ টায় বাড়ীর পাশের ক্ষেতে কাজ করার সময় বজ্রপাত হলে বজ্রপাতের ঝলকানিতে ঘটনাস্থলেই শচীনের মৃত্যু হয়।