বিজয় বার্তা ২৪ ডট কম
রবিবার সকালে নওগাঁর মহাদেবপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় আব্দুস ছালাম (৩৫) নামে এক ব্যক্তি মারাত্মক আহত হয়েছেন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে। তিনি উপজেলার এনায়েতপুর বাজারের মৃত আবুল ফজলের ছেলে।
আহত ছালাম জানান, তাদের বাড়ী ভিটা নিয়ে তার চাচা জহির উদ্দিনের সাথে বিরোধ চলে আসছিল। সকালে তাদের বাড়ীর এজমালি প্রাচীরে কাজ করতে গেলে তার চাচা, চাচাতো ভাই কালাম, কালামের স্ত্রী রোখসানা ও বোন বুলবুলি তাকে বেদম প্রহার করে। একপর্যায়ে তার অন্ডকোষে প্রচন্ড চাপ দিলে তিনি মারাত্মক আহত হন। এব্যাপারে মহাদেবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
জানতে চাইলে মহাদেবপুর থানার এসআই রথীন্দ্রনাথ সরকার জানান, উভয় পক্ষই অভিযোগ দিয়েছেন। তদন্ত করে দেখা হচ্ছে।