আন্তর্জাতিকডেস্ক,বিজয় বার্তা ২৪
প্রেসিডেন্ট হিসেবে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে বসবাসরত মুসলমানদের প্রতি সহানুভূতি জানাতে মসজিদ পরিদর্শণে যাচ্ছেন বারাক ওবামা। মুসলমানদের ব্যাপারে রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থীদের ক্রমবর্ধমান অসহিষ্ণু মন্তব্যের পরিপ্রেক্ষিতে ওবামা এ সিদ্ধান্ত নিয়েছেন।
হোয়াইট হাউস শনিবার জানিয়েছে, ওবামা আগামী বুধবার বাল্টিমোরের ক্যান্টন্সভিলে অবস্থিত ইসলামিক সোসাইটি পরিদর্শন করবেন। সেখানে তিনি স্থানীয় মুসল্লিদের সঙ্গে মতবিনিময় করবেন। ধর্মীয় স্বাধীনতার ওপর গুরুত্বারোপ করে একটি ভাষণও দেবেন তিনি।
হোয়াইট হাউজের কর্মকর্তারা জানিয়েছেন, ‘বৈঠকে ওবামা আমাদের মূল্যবোধের গুরুত্বের প্রতি দায়বদ্ধ থাকার গুরুত্বের ওপর জোর দেবেন, আমেরিকান নাগরিকদের স্বাগত জানাবেন, ধর্মান্ধতা দূর, সমানাধিকার ও আমাদের দেশে প্রচলিত ধর্মীয় স্বাধীনতার ঐতিহ্য রক্ষার ওপর ভাষণা দেবেন।’
এর আগে ২০১০ সালে ইন্দোনেশিয়ার জাকার্তার একটি মসজিদ পরিদর্শন করেন ওবামা। সেখানে তিনি ভাষণও দিয়েছিলেন।
গত বছর ডিসেম্বরে ক্যালিফোর্নিয়া এক মুসলমান দম্পতির হামলায় ১৪ জন নিহত হয়েছিল। এ ঘটনার পর মুসলমানদের আমেরিকায় নিষিদ্ধের দাবি জানিয়েছিলেন রিপাবলিকান দলের পক্ষে প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প।