নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
শিক্ষাই জাতির মেরুদন্ড আর এই শিক্ষা যারা দিয়ে থাকেন তারা হয় শিক্ষা গুরু। একজন শিক্ষক সর্বদা সকলের সম্মানিত পাত্র। শিক্ষকদের সম্মানিত করতে পারলে ধন্য আমরা, ধন্য রাষ্ট্র ও সমাজ।
২০ ফেব্রয়ারী দুপুর ১২ টায় শহরের নন্দীপাড়ায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র শারমিন হাবিব বিন্নির নিজ বাস ভবনে দেওভোগ বালক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম সৈয়দ আলী মাষ্টার ও তার বড় ছেলে মরহুম আলহাজ্ব হাবিবুর রহমান সাবেক কার্যকরী পরিষদের সভাপতি’র স্বরণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় দেওভোগ বালক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ নুরুজ্জামানকে এক অনারাম্বর অনুষ্ঠানের মাধ্যমে বিদায় জানানো হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক প্যানল মেয়র আজহার হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, দেওভোগ বালক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব মোঃ সায়েম সিদ্দিকী, উক্ত অনুষ্ঠানের আয়োজনে ছিলেন, শারমিন হাবিব বিন্নি প্যানেল মেয়র নারায়ণগঞ্জ সিটি করপোরেশন। সার্বিক সহযোগিতায় ছিলেন, মোঃ হামজা হাবিব মিশর, সভাপতি কল্যান সমিতি। প্রধান অতিথির বক্তব্যে সাবেক প্যানেল মেয়র বীর মুত্তিযোদ্ধা ও সৈয়দ আলী মাষ্টার পরিবারে কর্ণধার আজহার আলী বলেন, মরহুম সৈয়দ আলী মাষ্টার তৎকালীন সর্বপ্রথম মাষ্টার উপাধি পেয়েছিলেন এই বাংলাদেশের মাটিতে। ১৯৩০ খ্রীষ্টাব্দে এই দেওভোগ বালক সরকারী প্রাথমিক বিদ্যালয়টি তিনি চালু করেছিলেন। সেই থেকে আজ অবধি স্কুলটি শিক্ষার্থীদের লেখাপড়ার মানউন্নয়নে অতি নিষ্ঠার সাথে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এ সময় তিনি প্রশ্ন রেখে বলেন,যেখান থেকে শুরু হয়েছে কেন আজ সেখানে গিয়ে শেষ হয় না? কেন সৈয়দ আলী মাষ্টারের নামে এই প্রাথমিক বিদ্যালয়টির নামকরন হয়না। তিনি প্যানেল মেয়র শারমিন হাবীব বিন্নিকে অভিলম্বে এই স্কুলটি সৈয়দ আলী মাষ্টারের নামকরন করার ব্যাপারে এলাকার আপামর সকলকে সাথে নিয়ে কাজ করার আহবান জানান। তিনি আরো বলেন, এই এলাকার মানুষরা শিক্ষকদের সম্মান দিতে জানে সেটা আমাদেরকে শিক্ষা দিয়েছিলেন মরহুম সৈয়দ আলী মাষ্টার আর তারই ধারাবাহিকতায় আজ এই আলোচনা সভায় দেওভোগ বালক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ নুরুজ্জামানকে সন্মাননা জানানো হলো। প্যানেল মেয়র শারমিন হাবিব বিন্নি তার বক্তব্যে বলেন, এই স্কুলটিতে অনেক সুন্দর করে শিক্ষা দেওয়া হয়। আমি এই স্কুলের একজন ছাত্রী ছিলাম। আমি আমার দাদা ও বাবাসহ পরিবারের মৃত ব্যাক্তিদের জন্য উপস্থিত শিক্ষক/ শিক্ষিকাবৃন্দ ও এলাকার সকলের কাছে দোয়া চাইছি। এ সময় আরো সবক্তব্য রাখেন, সরকারী তোলারাম কলেজের (অবসরপ্রাপ্ত) অধ্যাপক নিপেন ভদ্র, মোঃ হক সাবেক প্রধান শিক্ষক দেওভোগ বালক সরকারী প্রাথমিক বিদ্যালয়, অত্র বিদ্যলয়ের সভাপতি আলহাজ্ব মোঃ সায়েম সিদ্দিকী। এ সময় উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দেওভোগ বালক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিাকাবৃন্দ সহ প্রমূখ। উক্ত আলোচনা অনুষ্ঠানে মরহুম সৈয়দ আলী মাষ্টারের জীবনি তুলে ধরেন বক্তারা। পরে আমন্ত্রিত অতিথিদের জন্য দুপুরের খাবারের আয়োজন করা হয়।