বিজয় বার্তা ২৪ ডট কম:
টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জন এবং নৈতিক শিক্ষার প্রসারে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের ভূমিকা শীর্ষক নারায়ণগঞ্জ জেলা কর্মশালা-২০২৪ অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (২১ মার্চ) সকালে নারায়ণগঞ্জ জেলা সরকারী গ্রন্থাগার অডিটোরিয়ামে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইটিসি) হামিদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের প্রধান কার্যালয়ের উপ-পরিচালক কাকলী মজুমদার, মদন চক্রবর্তী, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্যপরিষদ নারায়ণগঞ্জ জেলার সভাপতি প্রদীপ কুমার দাস, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নারায়ণগঞ্জ জেলার সাধারন সম্পাদক শিখন সরকার শিপন, মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের নারায়ণগঞ্জ জেলা মনিটরিং কমিটির সদস্য দিলীপ মন্ডল।
কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন, মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের নারায়ণগঞ্জ জেলার সহকারী প্রকল্প পরিচালক শ্যামল কুমার চক্রবর্তী। কর্মশালায় জেলার ৮৭টি শিক্ষা কেন্দ্রের শিক্ষক,মন্দির কমিটি ও হিন্দু নেতৃবৃন্দ,সাংবাদিক সহ ১৫০ জন অংশ গ্রহন করেন। দ্বিতীয় পর্যায়ে অংশ গ্রহনকারীদের গ্রুপ ভিত্তিক দলীয় আলোচনা ও সুপারিশমালা প্রনয়ন ও দলীয় সুপারিশ উপস্থাপন করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন, মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের ঢাকা বিভাগীয় মাষ্টার টেইনার সমীর কুমার বিশ্বাস।