স্টাফ রিপোর্টার,বিজয় বার্তা ২৪
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ ও বিএনপিসহ রাজনৈতিক দলগুলো পৌর নির্বাচনের পর এখন ইউপি নির্বাচনের দিকে ঝোঁকছেন। এই মুহূর্তে মধ্যবর্তী নির্বাচন রসিকতা ছাড়া কিছুই নয়। পদ্মা সেতু নিজস্ব অর্থায়নে হবে। বিশ্ব ব্যাংক আমাদের চোর বানাতে ছেয়েছিল। পদ্মা সেতু করে আমরা প্রমাণ করব আমরা চোর নয়।
বৃহস্পতিবার দুপুরে সাভার কলেজে নবীনবরণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ও সাংবাদিকদের প্রশ্নে জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশে এখন নেতা তৈরীর কারখানা। কারখানায় শুধুই নেতাই তৈরি হয়, কর্মী তৈরি হয় না। মন্ত্রী এ সময় অনুষ্ঠানস্থলে নিজের ছবি এবং সাভারের বিভিন্ন স্থানে নেতাদের ছবি সরানোর জন্য স্থানীয় সংসদ সদস্যকে অনুরোধ করেন। তা না করলে তিনি পুলিশ দিয়ে সরানোর ব্যবস্থা করবেন বলেন।
তিনি বলেন, ছবি দেখে মানুষ ভোট দিবে না। কাজ দেখে ভোট দিবে। কাগজের ছবি ছিঁড়ে যাবে, আর বিলবোর্ড ভেঙ্গে যাবে কিন্তু হৃদয়ের ছবি মনে থেকে যাবে, বলেন তিনি।
এ সময় মন্ত্রী কলেজের নবীন বরণ অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য ডা: এনামুর রহমান তার বক্তব্যে নৌকা মার্কায় ভোট চাওয়ায় তার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। কিছু দিন আগে মন্ত্রীর নির্দেশে বিল বোর্ড সরানোর কারণে তিনি আবার প্রশংসাও করেন।
কলেজের গভর্নিং বডির সভাপতি স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ডা: এনামুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন-সাভার পৌর মেয়র আলহাজ্ব আব্দুল গণি, সাভার কলেজের সাবেক ভিপি মঞ্জুরুল আলম রাজীব, সাভার পৌর কাউন্সিলর নজরুল ইসলাম মানিক মোল্লা, সাভার কলেজের অধ্যক্ষ মো: ইলিয়াস খাঁন প্রমুখ।