নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
বন্দর থানা বিএনপি’র সভাপতি আলহাজ্ব আতাউর রহমান মুকুল বলেছেন,দলের জন্য যারা নিবেদিত কেবল তাদেরকেই মনোনয়ন এবং দলীয় প্রতীক দেয়া হবে। কারো কথায় বিচলিত না হয়ে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করুন। গত শুক্রবার বিকেলে মদনপুর ইউনিয়ন পরিষদের ধানের শীষের চেয়ারম্যান প্রার্থী কাবিল হোসেনের নির্বাচনী জনসভায় প্রধাণ অতিথি’ বক্তব্যে তিনি এসব কথা বলেন। মুকুল আরো বলেন,নির্বাচন নিয়ে কোন প্রকার কারচুপি বরদাশতঃ করা হবেনা। যার যার ভেটি সে সে দিবে এটাই গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আমরা আশাবাদী। মদনপুর ইউনিয়ন বিএনপি নেতা মোঃ মোবারক হোসেন ভুইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বন্দর থানা বিএনপি’র সাধারণ সম্পাদক তথা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২১ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব হান্নান সরকার,২২ নং ওয়ার্ড বিএনপি নেতা ও কাউন্সিলর সুলতান আহাম্মদ ভূইয়া,বন্দর(শহর) বিএনপি’র সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুল মেম্বার,নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের যুগ্ম আহবায়ক আলহাজ্ব আবুল কালাম আশা,মহিলা দলের নেত্রী সাহারা বানু মেম্বার, মদনপুর ইউনিয়নের বিএনপি নেতা ও স্থানীয় ৩নং ওয়ার্ড বর্তমান মেম্বার মোঃ বাবুল, মোঃ মোক্তার হোসেন সমাজ সেবক, মোঃ সেলিম, আঃ ছোবাহান , নেছার উদ্দিন নেছার ২৫নং ওয়ার্ড, ২২নং ওয়ার্ড কাউন্সীলর, আঃ মতিন ভাসনী, আবুল কায়সার,থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সাইদুর রহমান,মোঃ শাহ আলম,হাবিবুর রহমান শ্যামল প্রমুখ। পরিশেষে চেয়ারম্যান প্রার্থী কাবিল হোসেনকে উপস্থিত নেতৃবৃন্দের সঙ্গে পরিচয় করিয়ে দেন প্রধাণ অতিথি।