বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের বন্দরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে স্বামী-স্ত্রীসহ ৩জনকে হাতুড়ী পেটা ও টেঁটাবিদ্ধ করে পিস্তল উঁচিয়ে হত্যার হুমকি দিয়েছে হোসেন মেম্বারের দু”বখাটে পুত্র আবুল কালাম ও বিল্লালসহ তাদের সহযোগীরা। সোমবার সন্ধায় মদনপুর ইউনিয়নের কাইনলি ভিটা এলাকায় এ ঘটনাটি ঘটে। আহতদের প্রথমে স্থানীয় দি আল বারাকাহ পরে নারায়ণগঞ্জ ৩শ’ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আহতদের আশংকা কাটেনি। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে। আহতদের পারিবারিক সূত্র জানায়,মদনপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কাইনলি ভিটা এলাকার হোসেন মেম্বারের ছেলে আবুল কালাম ও বিল্লা মিয়ার সঙ্গে একই এলাকার বাদলের স্ত্রী’র দীর্ঘ দিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এর ধারাবাহিকতায় সোমবার সন্ধায় সাড়ে ৫টায় উভয়ের মধ্যে ফের বিরোধ দেখা দেয়। এ নিয়ে তর্কাতর্কি থেকে হাতাহাতিতে রূপ নিলে এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে কালাম,বিল্লালসহ তাাদের সহযোগীরা বাদল মিয়া(৩৬) তার স্ত্রী ময়না বেগম(৩০)কে প্রথমে হাতুড়ী দিয়ে বেধড়ক পিটায় এমনকি টেঁটাবিদ্ধ করে। যাদল দম্পতিকে উদ্ধারে চাচাতো ভাই রাসের এগিয়ে এলে উল্লেখিতরা তাকেও হাতুড়ী দিয়ে পিটিয়ে জখম করে। পরে আশ পাশের লোকজন তাদেরকে উদ্ধার করে প্রথমে স্থানীয় দি আল বারাকাহ পরে নারায়ণগঞ্জ ৩শ’ শয্যা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে।