বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জে প্রাইভেটকার বোঝাই ৯০ কেজি গাঁজাসহ মিঠু(২৫) নামে এক মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে। শুক্রবার গভীর রাতে জেলার বন্দর থানাধীন ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মদনপুর চৌরাস্তা নামক স্থান হতে তাকে আটক করা হয়। ধৃত মিঠু সুদূর ফরিদপুর জেলার সদরপুর থানার বালিয়ার চর গ্রামের তোতা খানের ছেলে। সে প্রাইভেটকারের চালক বেেল জানা গেছে। সোনারগাঁয়ের কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ শরীফুল আলমের সঙ্গে আলাপকালে তিনি জানান,উল্লেখিত মিঠু দীর্ঘ দিন ধরে মাদকের রমরমা বানিজ্য চালিয়ে আসছে। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টায় কুমিল্লা হতে ঢাকা মেট্রো-গ ১৫-৬০৪৩ নম্বরের)একটি প্রাইভেটকারযোগে মাদক পাচারের চেষ্টাকালে গোপন সূত্রে খবর পেয়ে তার নেতৃত্বের একটি দল তার গাড়ির গতিরোধ করে। অবস্থা বেগতকি বুঝে মিঠু পালানোর জন্য উদ্যত হলে পুলিশ তাকে হাতে নাতে আটক করতে সক্ষম হয়। এ সময় পুলিশ প্রাইভেটকারে তল্লাশী চালিয়ে ৪৫টি প্ল্যাষ্টিকের প্যাকেটে রক্ষিত ৯০ কেজি গাঁজা উদ্ধার করে। ধৃতকে বন্দর থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে বন্দর থানায় মাদক আইনে একটি মামলা রুজু হয়েছে। গাঁজার বিপুল পরিমানের চালান আটক করায় কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ শরীফুল আলমসহ অভিযানে অংশ নেয়া মকল কর্মকর্তাকে সাধুবাদ জানায় স্থানীয় এলাকাবাসী।