বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের মদনপুরে পোশাক কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১৩টি ইউনিটের চেষ্টায় প্রায় ৫ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।
শুক্রবার রাত ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতরের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার।
এর আগে বিকেল ৪টার দিকে জাহিন গার্মেন্টসে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। ১৫ মিনিটের মধ্যেই প্রথম ইউনিট পৌঁছায়। এরপর একে একে বাড়ানো হয় ইউনিটের সংখ্যা। শেষ পর্যন্ত ১৩টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়।
ফায়ার সার্ভিসের পরিচালক(অপারেশন) লে. কর্ণেল জিল্লুউর রহমান বলেন, রাত ৯টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে বলতে পারছি না। হতাহতের কোনো খবর আমরা পাইনি।