বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরের মদনগঞ্জ লক্ষারচর এলাকায় আধুনিক পার্ক ও পায়রা চত্ত্বর উদ্বোধণ করলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৯নং ওয়ার্ড কাউন্সিলর ফয়সাল মোহাম্মদ সাগর। বুধবার বেলা ১১টায় আনুষ্ঠানিকভাবে এলাকার সর্বস্তরের জনসাধারণের উপস্থিতিতে ওই পার্ক ও চত্ত্বর নির্মাণ কাজের আড়ম্বপূর্ণ উদ্বোধণ করা হয়। কাউন্সিলর সাগর ছাড়া উদ্বোধণী অনুষ্ঠানে অংশ নেন ১৯,২০ ও ২১নং সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলর রেজওয়ানা হক সুমি,সিটি কর্পোরেশনের প্রকৌশলী মোহাম্মদ হাসান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সমাজ সেবক মোঃ আসাবুদ্দিন মাষ্টার,হাবিবুর রহমান,মোঃ আমির হোসেন,মোঃ মুতু মেম্বার,মোঃ পান্ডব আলী,সাহাবুদ্দিন মিয়া,আলী নওশাদ তুষার,মোঃ হাবিবুল্লাহ টুটুল,মোঃ সেলিম মিয়া,মোঃ মোশারফ হোসেন,মোঃ সুজন,মোঃ সাগর,মোঃ সজিব,মোঃ হাসান,ইকবাল হোসেন,মোঃ বিপ্লব,শাহাদাত হোসেন প্রমুখ। ১৯নং ওয়ার্ডবাসীর দীর্ঘ দিনের বহু প্রত্যাশিত আধুনিক পায়রা চত্ত্বর নির্মাণের ঠিকাদারীত্বে রয়েছে সুরুজ মিয়া এন্টারপ্রাইজ। সাড়ে ৮ একর জমির উপর নির্মিতব্য এ প্রকল্প দু’টিতে ব্যায় ধরা হয়েছে প্রায় ১৭লাখ টাকা।