বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরের পুকুরে গোসল করতে নেমে মিরাজ(১২) নামের এক শিশু নিখোঁজ হয়েছে।
মঙ্গলবার (২৪আগষ্ট) দুপুরে নাসিক’র ১৯নং ওয়ার্ডের মদনগঞ্জ ইসলামপুর এলাকায় এঘটনাটি ঘটে। নিখোঁজ মিরাজ ঐ এলাকার বিল্লাল মিয়ার ছেলে। স্থানীয় সুত্রমতে জানা যায়, মিরাজ প্রতিদিনের ন্যায় দুপুর একটায় ইসলামপুর পিএম রোডস্থ তাদের বাড়ির পাশে পুকুরে গোসল করতে নামে। কিন্তু প্রায় ১ ঘন্টা পাড় হলেও মিরাজ ঘরে না ফেরায় স্বজনরা তাকে খুঁজতে থাকে। অনেক খোঁজাখুঁজির পর মিরাজকে না পেয়ে স্থানীয়রা পুকুরটিতে জাল ফেলে প্রায় ২ঘন্টা উদ্বারের চেষ্টা করে। পরে তারা ফায়ার সার্ভিসকে খবর দিলে একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধারের চেষ্টা চালায়। শেষ খবর পাওয়া পর্যন্ত প্রথম দিবে (রাত ১০ টায়) শিশুটিকে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। ঘটনাস্থলে প্রথমদিনের শেষ অবধি অবস্থান করছেন পুলিশ প্রশাসন ও স্থানীয় কাউন্সিলর ফয়সাল মোহাম্মদ সাগর।