বিজয় বার্তা২৪ ডটকমঃ
ভ্যালেন্সিয়াকে হারিয়ে লা লিগার শীর্ষস্থান ধরে রেখে রিয়াল মাদ্রিদ। শনিবার ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ২-১ গোলের কষ্টার্জিত জয় পেয়েছে জিনেদিন জিদানের দল।
বার্সেলোনার কাছে এল ক্লাসিকো হেরে লিগের প্রতিযোগিতাটা বেশ কঠিন করে ফেলেছে রোনালদোরা। তাইতো সেরা একাদশই মাঠে নামিয়েছিলেন জিদান। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে রিয়াল মাদ্রিদ। ২৭ মিনিটে ক্রিস্টিয়ানো রোনালদোর গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। দানি কার্ভাজালের ক্রসে মাথা ছুঁইয়ে সহজেই বল জালে জড়ান পর্তুগিজ তারকা। প্রথমার্ধে বেশ কিছু আক্রমণ হলেও গোল পায়নি কোন দল।
৫৬ মিনিটে ডি বক্সের মধ্যে লুকা মডরিচকে ফেলে দেন দানি পেরেজো। পেনাল্টি পেয়ে যায় রিয়াল মাদ্রিদ। তবে রোনালদোকে রুখে দেন ভ্যালেন্সিয়ার গোল রক্ষক দিয়েগো ক্যারেইরা।
৮২ মিনিটে পেরেজো মুনোজের গোলে সমতায় ফেরে ভ্যালেন্সিয়া। ২৫ গজ দুর থেকে নেয়া দৃষ্টিনন্দন ফ্রিকিকে রিয়ালের জায় কাপিয়ে দেন মুনোজের। সঙ্গে শঙ্কায় ফেলে দেন গোটা বার্নাব্যুকে।
তবে মাত্র ৪ মিনিট পরে বাম প্রান্ত দিয়ে একক নৈপুণ্যে বল টেনে নিয়ে গোল করে রিয়ালকে এগিয়ে দেন মার্সেলো। শেষ মুহূর্তে করা ব্রাজিলিয়ানের গোলে পূর্ণ তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে লস ব্লাঙ্কোজরা।