চাঁপাইনবাবগঞ্জ,বিজয় বার্তা ২৪
চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাটে ২ বছর পূর্বে কাজে যাওয়ার কথা বলে এখন পর্যন্ত এক ব্যক্তি নিখোঁজ থাকায় তার স্ত্রী সন্তান চরম হতাশায় রয়েছেন। তার পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার চামামুশরীভূজা গ্রামের আব্দুল মাজেদের ছেলে আব্দুস শুকুর (২৪) প্রায় ২ বছর পূর্বে ঢাকায় ২ মাসের জন্য কাজের কথা বলে গেলে এখন পর্যন্ত ফিরে আসেনি। যে সব জায়গাতে তার আত্মীয়-স্বজন রয়েছে তাদের বাড়ীতে গিয়েও খোঁজ-খবর নিলেও কোন সন্ধান পাওয়া যায়নি তার। সে তার বাবা-মা, স্ত্রী-সন্তানসহ অন্যান্য আত্মীয়- স্বজনদের সাথেও ফোনে বা অন্য কোন উপায়ে যোগাযোগ না করায় হতাশ হয়ে পড়েছেন তারা। বর্তমানে তার
স্ত্রী সন্তানেরা দরিদ্র পরিবারের হওয়ায় এক মাত্র উর্পযমক্ষম ব্যক্তি না থাকায় মানবেতর জীবন যাপন করছে এবং আব্দুস শুকুর বেঁচে আছে না কি অবস্থায় কোথায় রয়েছে তা নিয়ে চরম হতাশায় ভূগছেন নিখোঁজের পরিবার। এ ব্যাপারে ভোলাহাট থানায় সাধারণ ডাইরী করতে তারা বাবা গেলে রহস্যজনক কারণে সাধারণ ডাইরী করতে পারেনি।