বিজয় বার্তা২৪ ডটকমঃ
ভোলার বাংলাবাজার এলাকায় বিদ্যুৎপৃষ্ট হয়ে মা-ছেলেসহ একই পরিবারের ৪ জন মারা গেছেন। রোববার সন্ধ্যায় দৌলতখান উপজেলার মাঝকান্দি গ্রামে মুন্সি বাড়িতে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, মাঝকান্দি গ্রামের মুন্সী বাড়ির পুকুরে পল্লীবিদ্যুতের তার ছিঁড়ে বিদ্যুৎ ছড়িয়ে পড়ে। এঅবস্থায় সন্ধ্যায় সুইটি ও রহমত নামে দুই শিশু গোসল করতে নামলে বিদ্যুৎপৃষ্ট হয়ে পানিতে তলিয়ে যায়।
তাদের বাঁচাতে রহমতের মা ও চাচাতো ভাই পুকুরে নামলে তারাও বিদ্যুৎস্পৃষ্ট হন। এসময় তাদের চিৎকারে আশপাশ থেকে লোকজন ছুটে এসে গুরুতর অবস্থায় উদ্ধার করে সবাইকে। পরে ৪ জনকে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।