বিজয় বার্তা ২৪ ডট কম
ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসনের আওয়ামীলীগের এমপি শামীম ওসমানের সহধর্মিনী ও জাতীয় মহিলা সংস্থা নারায়ণগঞ্জ জেলা চেয়ারম্যান সালমা ওসমান লিপি সাধারন ভোটারদের উদ্দেশ্যে বলেছেন, বিজয়ের মাসে আরেকটি বিজয়ের জন্য বাংলার মানুষকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। আমি শুধু ভোট চাইবোই না ভোট দাবিও করবো। কারন ভোট শুধু ভোট নয়, এই ভোট এলাকার উন্নয়নের চাবিকাঠি। অনেকেই দল ও মার্কাকে পছন্দ করতে পারেন। কিন্তু দেশের প্রয়োজনে এলাকার উন্নয়নে নৌকা মার্কায় ভোট দিয়ে উন্নয়নের ধারা কে অব্যাহত রাখতে হবে। তিনি বলেন, যেই মানুষ কে গত ৩০ বৎসরে আপনারা দেখেননি আজ সেই মানুষই আপনাদের কাছে ভোট চাইতে আসবে। আপনারা তখন তাকে শুধু একটাই প্রশ্ন করবেন, ২০১৪ সালে কেন তারা পেট্রোল বোমা মেরে এতগুলো নিরীহ মানুষ হত্যা করেছিল। জাহাজ ভর্তি অস্ত্র এনে দেশকে কেন জঙ্গী রাষ্ট্র বানানোর চেষ্টা করলো। গতকাল সোমবার সকালে মাসদাইরে এনায়েতনগর ইউনিয়নের ৭ , ৮ ও ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মতিউর রহমান প্রধানের আয়োজনে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে সালমা ওসমান লিপি একথা বলেন। লিপি ওসমান বলেন, আপনাদের প্রানপ্রিয় নেতা শামীম ওসমান আপনাদের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য ৭,৪০০ কোটি টাকার উন্নয়নমূলক কাজ করেছে। রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসা, কালভার্ট, পুল স্কুল কলেজসহ অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান করেছেন। তাই এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে শামীম ওসমানকে জয়ী করতে হবে। স্বামীর প্রশংসা করে তিনি আরও বলেন, শামীম ওসমান একজন ভালো মানুষ। সে শেখ হাসিনার একজন ভালো কর্মী, একজন ভালো স্বামী এবং একজন ভালো পিতা। তাই যে মানুষটি আপনাদের জন্য এত কিছু করল তাকে কি আপনার সম্মানিত করবেন না। এই প্রশ্নটি আমি আপনাদের বিবেকের কাছে রেখে গেলাম। পাশাপাশি আমি আপনাদের কাছে অনুরোধ করবো শামীম ওসমানকে মুখে নয় বুকে রাখবেন এবং আগামী ৩০ শে ডিসেম্বর ব্যালটের মাধ্যমে তা প্রমান করে দেবেন।
মহানগর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদের সঞ্চালনায় ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাফেল প্রধানের সার্বিক তত্ত্বাবধানে উঠান বৈঠকে উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা আওয়ামীলীগের সহ-সভাপতি আসাদুজ্জামান, জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি প্রফেসর ড. শিরিন বেগমের, এনায়েতনগর ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শ্রী রঞ্জিত মন্ডল, এনায়েতনগর ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের মেম্বার আতাউর রহমান, ৭নং ওয়ার্ড মেম্বার মীর জাকারিয়া জাকিরসহ মোস্তফা, কাদির প্রধান, জালাল প্রধানসহ স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দরা।