বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র অভিযানে ভোজন হত্যা মামলার দুই আসামি গ্ৰেফতার করেছে ।
শুক্রবার দুপুর ১.৩০ টার দিকে জেলা পুলিশ সুপার মঈনুল হকের নির্দেশে ডিবি’র এসআই মফিজুল ইসলাম, পিপিএম সঙ্গীয় ফোর্স মোবাইল ট্রেকিং এর মাধ্যমে রূপগঞ্জ ভুলতা গাউসিয়া মার্কেটের সামনে মেঘলা বাস কাউন্টার এলাকায় অভিযান পরিচালনা করে মুক্তিপণ চাওয়া ০১টি মোবাইল ফোনসহ রুমা-১, রুমা-২ নামের ০২ (দুই) নারী সদস্যকে গ্রেফতার করেন। নং-৩০(৪)১৭ ধারা-৩৬৫/৩০২/২০১/৩৪ দঃবিঃরুজু ।তাদেরকে ১০(দশ) দিনের রিমান্ড চাহিয়া বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।
গত ১১/০৪/২০১৭ ইং তারিখে আড়াইহাজার বান্টিবাজার এলাকা হইতে ভজন চন্দ্র দাস (২৩), পিতা- ফনি চন্দ্র দাস, সাং- আনন্দী, থানা- মাদবধী, জেলা- নরসিংদীকে অজ্ঞাতনামা অপহরণকারীরা অপহরণ করিয়া ২০,০০০/- টাকা মুক্তিপন নেয়। পরে গত ১৬/০৪/২০১৭ ইং তারিখে রূপগঞ্জ থানাধীন ৩০০ ফুট এলাকার ধলেশ্বরী চরে বালুর মধ্যে অর্ধপঁচা গলিত লাশ পাওয়া যায় ভজনের ।