নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
জেলা ছাত্রদলের প্রথম যু্গ্ম আহ্বায়ক আনোয়ার সাদেত সায়েম’র নেতৃত্বে রুপগঞ্জ ভূলতা ইউনিয়ণ পরিষদ নির্বাচনে ধানের শীষের চেয়ারম্যান পদপ্রার্থী আব্বাস উদ্দিন ভুইয়া’র নির্বাচনী প্রচারণায় গনসংযোগ করেছেন।
বৃহষ্পতিবার বিকেলে ৪া টায় নারায়ণগঞ্জের রুপগঞ্জ ভুলতা গাউছিয়া এলাকায় ই্ গনসংয়োগ করা হয়।
এসময় গনসংযোগে উপস্থিত ছিলেন, আমির জাহিদ, সেলিম মিয়া,হাবিবুর সেলিম, সোলমান,ইয়ানুস,বশির, মোমেন, ইমন, নাজমুল, গোলজার, দায়েন, মামুন, ফেরদৌস, আলী ওসমান প্রমূখ।