বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জে রুপগঞ্জে কেয়ারিয়া মৌজায় ভূমি অধিগ্রহণের জায়গার ন্যায্য মূল্যের দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করেছে ভুক্তভোগী ৫ শতাধিক পরিবার।
মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানবন্ধন করে তারা।
মানববন্ধনে বক্তারা বলেন, আমরা রূপগঞ্জ থানাধীন কেয়ারিয়া মৌজার ভূমি মালিকগণ জানতে পেরেছি যে, কেয়ারিয়া মৌজায় পুলিশের এন্টি টেররিজম ইউনিটের জন্য ভূমি অধিগ্রহণ করা হবে। বাস্তবতা হলো, কেয়ারিয়া মৌজায় ভূমির বাজার দর আর সরকারি মৌজা রেটের মধ্যে রয়েছে ২০ গুণ দামের ফারাক । আমরা গত বছর এখানে প্রতি শতাংশ ৪৫ লক্ষ টাকা করে ভূমি ক্রয় করেছি। কিন্তু মৌজা রেট ছিল মাত্র ১ লক্ষ ৯০ হাজার টাকা। আবার ১০০ ফুট রোড সংলগ্ন জমির মূল্য শতাংশ প্রতি ৮০ লক্ষ টাকার কম নয়। এ অবস্থায় যদি ভূমি অধিগ্রহণ হয় তাহলে আমরা ৫শতাধিক পরিবার আমাদের জীবনের সকল সঞ্চয় হারিয়ে নিঃস্ব হয়ে যাব। কেননা মৌজা রেটে ভূমি অধিগ্রহণ হলে সেটি আমাদের জমির মূল দামের চেয়েও ২০ গুণ কম হবে। এতে মানুষের দীর্ঘশ্বাস ও আহাজারি বাড়বে এবং খোদা-তাআলার নিকট এই আহাজারি মজলুমের ন্যায় পরিগণিত হবে। আপনি মহামহিম এবং সুবিচারক। আপনি আমাদের এই আহাজারি আমলে নিয়ে কেয়ারিয়া মৌজায় ভূমি অধিগ্রহণ না করে আমাদের দীর্ঘশ্বাস আল্লাহর দরবারে না পৌঁছানোর ব্যবস্থা করবেন ।
তারা আরো বলেন, এমতাবস্থায়, মহান জেলা প্রশাসক মহোদয় তাঁর সহৃদয় হস্তক্ষেপ এবং সহানুভূতি দিয়ে আমাদের কেয়ারিয়া মৌজায় ভূমি অধিগ্রহণ না করে এলাকাবাসীর দোয়া ও কৃতজ্ঞতাপাশে আবদ্ধ থাকার জন্য বিনীত অনুরোধ করছি।
এসময় উপস্থিত ছিলেন, নৌ বাহিনীর অবসর প্রাপ্ত কর্মকর্তা সৈয়দ রওশন আলী, আফহাজ আলী, টিটু মিয়া, বীরমুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিন, রোকসানা সহ ভুক্তভোগীরা পরিবারবৃন্দ।