নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
বন্দরের বুরুন্দি এলাকার চিহিৃত ভূমিদস্যূ সুমন ওরফে শিবির সুমন আবারো বেপরোয়া হয়ে উঠেছে। এক সময় ইসলামী ছাত্র শিবিরের রাজনীতিতে সক্রিয় থাকলেও অনূকুল পরিবেশ না থাকায় প্রায় কয়েক বছর ধরে জাতীয় পার্টির নেতা-কর্মীদের সঙ্গে মিশে থেকে ইদানীং নিজেকে জাতীয় পার্টির নেতা পরিচয়দান করে যাচ্ছেতাই করে বেড়াচ্ছে। প্রতিনিয়তই তাকে বন্দর উপজেলা ভূমি অফিসে আনাগোনা করতে দেখা যায়। বিভিন্ন সময়ে সে বিভিন্ন জনের ভূয়া জমি পাওয়ারের নাম করে প্রকৃত ভূমি মালিকদের ব্ল্যাকমেইলিংও করে থাকে। তার আবাধ আনোগোনার কারণে উপজেলার সর্বত্রই তাকে ভূমি দালাল হিসেবেই চিনে। তাছাড়া ভূমিদস্যূতার কারণে ইতোমধ্যে তার বিরুদ্ধে প্রায় অর্ধ ডজন মামলা রয়েছে। যার মধ্যে তার এলাকার মুক্তিযুদ্ধ প্রজন্ম কমান্ড কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য মোঃ জুলহাস মিয়াই তার বিরুদ্ধে ৪টি মামলা করেন। এর মধ্যে ২০১৪ সালে বন্দর উপজেলা সহকারি কমিশণার(ভূমি)এর আদালতে একটি মামলা দায়ের করেন যার নং ১৭৭/২০১৪ইং,পরবর্তীতে ২০১৫ সালে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা জজ আদালতে একটি মামলা দায়ের করেন। যার নং ১৩৪/২০১৪ইং,একই বছর বন্দর আদালতে একটি দেওয়ানী মামলা দায়ের করেন। যার নং ২৬৯/২০১৫ইং এবং সর্বশেষ চলতি বছরের ফেব্রুয়ারী মাসে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট আদালতে ১০৭ ধারা একটি মামলা দায়ের করেন। মামলায় উল্লেখ করা হয়,নিরীহ ভূমি মালিক জুলহাস মিয়ার নিজস্ব সম্পত্তি জালিয়াতির মাধ্যমে মিউটেশন করে নেয়। বিষয়টি তদন্ত সাপেক্ষে সংশ্লিষ্ট ভূমি কর্মকর্তা ও প্রতারক সুমনের বিরুদ্ধে আশু ব্যবস্থা গ্রহণ অত্যাবশক বলে মনে করছে সচেতন মহল।