বিজয় বার্তা২৪ ডটকমঃ
ভূমধ্যসাগরের অভিবাসীবাহী নৌকাডুবির ঘটনায় ৭ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে ৪৮৪ জনকে। শনিবার এই নৌকাডুবির ঘটনা ঘটলেও রোববার আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়।
রয়টার্স জানায়, ওই অভিবাসীরা ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে ৪টি রাবারের ডিঙ্গি চড়ে বসে। সাগরের দুর্গম পথ পাড়ি দেয়ার সময় উত্তাল ঢেউ এবং অতিরিক্ত যাত্রী বহনের কারণে নৌকাগুলো উল্টে যায়।
পরে ইতালির কোস্টগার্ড, নৌ বাহিনী, দাতা সংস্থা সেই সঙ্গে দুটি বাণিজ্যিক জলযান উদ্ধার কাজে যোগ দেয়। এ ঘটনায় কেউ নিখোঁজ রয়েছে কিনা জানা যায়নি।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থার হিসাব অনুযায়ি চলতি বছর ৬০ হাজার অভিবাসী ভূমধ্যসাগর পাড়ি দিয়েছে। এর মধ্যে প্রাণ হারিয়েছে অন্তত ১২ হাজার।