বিজয় বার্তা ২৪ ডট কম
ফতুল্লার ভূইগঁড়ে পান্দে আলী উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী শারমিন আক্তার (১৬)নিখোঁজ হয়েছে। ৩ আগস্ট বুধবার সকালে স্কুলের যাওযার পর থেকেই সে নিখোঁজ রয়েছে। এব্যাপারে ফতুল্লা মডেল থানায় নিখোঁজ শারমিনের বাবা মো. শামীম বাদী হয়ে একটি জিডি দায়ের করেছেন।
জিডির বিবরনে জানা যায়, হবিগঞ্জ জেলার লাক্ষাই গ্রামের আ.সামাদের ছেলে শামীম তার পরিবার নিয়ে ফতুল্লার ভূইগড় পূর্বপাড়ার রফিকের বাড়িতে ভাড়া থাকে। তার মেয়ে শারমিন আক্তার পান্দে আলী উচ্চ বিদ্যালয়ে ৮ম শ্রেনিতে পড়ালেখা করে আসছে। প্রতিদিনের ন্যায় গত বুধবার সকাল ১০টায় স্কুলে যায়। এরপর সে বাসায় ফেরত আসে নাই। আত্মীয় স্বজনের বাসাসহ বিভিন্ন সম্ভাব্য স্থানে খুঁজে না পেয়ে বৃহস্পতিবার (৪আগস্ট) ফতুল্লা থানায় জিডি দায়ের করেছে শামীম।