বিজয় বার্তা ২৪ ডট কম
কারাগারে থাকা বন্দিরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে আদালতে হাজিরা দিতে পারবেন। এ লক্ষ্যে কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন।
শুক্রবার নিজ দপ্তরে সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের এসব কথা জানান।
কারাপ্রধান বলেন, ভিডিও কনফারেন্সের মাধ্যমে কারাবন্দিদের আদালতে হাজিরা দেওয়ার একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। প্রকল্পের কাজ শিগগিরই শুরু হবে। যারা দুর্ধর্ষ আসামি তারাই শুধু এই প্রক্রিয়ায় হাজিরা দিতে পারবেন।