বিজয় বার্তা ২৪ ডট কম
”ভিটামিন এ খাওয়ান,শিশুমৃত্যুর ঝুঁকি কমান” এ স্লোগাকে ধারণ করে আগামী ১৯ জানুয়ারী শনিবার সারাদেশের মত নারায়ণগঞ্জেও ৬-১১ মাস বয়সী শিশুদের ৩৬,০৭৯ নীল ক্যাপসুল ও ১২-৫৯ মাস বয়সী ২,৭৪,৩৪ শিশুদের লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। বিকেলে জেলা সিভিল সার্জনের সভা কক্ষে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২য় রাউন্ড উপলক্ষ্যে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ আফরোজা আক্তার পলির সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা সিভিল সার্জন ডাঃ এহসানুল হক, জেলার ইপিআই ডাঃ লুৎফর রহমান, জেলার স্বাস্থ্য তত্ববধায়ক ডাঃ স্বপন দেব নাথসহ স্থানীয় সাংবাদিকরা।