বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গতকাল সকাল ১১ টায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে এডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে। বন্দর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ আব্দুল কাদেরের সভাপতিত্বে ও ইপিআইয়ের মেডিক্যাল এসিস্টেন্ট মোঃ মাহবুব আলমের পরিচালনায় উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মকর্তা শাহ মোঃ নূর, মেডিক্যাল অফিসার, ডা. রওশন উম্মে সালমা জাহান, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক নেতৃবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে বলা হয় বন্দর উপজেলায় আগামী ৫ আগষ্ট ৬ থেকে ১১মাস বয়সী ২ হাজার ৫শ’ ৭২ জন ও ১২ থেকে ৫৯ মাস বয়সী ১৫ হাজার ৬শ’ ৯৭জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।