বিজয় বার্তা ২৪ ডট কম
চাষাড়া রেল স্টেশনে ভাসমান বিদ্যালয়ের শিক্ষার্থী সহ ভাসমান মানুষদের খাবার প্রদানের মাধ্যমে ঈদ আনন্দ উৎসব পালন করেছেন একদল সেচ্ছাসেবী।
আজ ঈদের প্রথম দিন তারা লাল সবুজের পতাকা পথ শিশুদের বিদ্যালয়ের সকল ছাত্র ছাত্রী, প্লাটফর্মের লোকজন, মিনারের ভাসমান লোকজন, পথে পড়ে থাকা লোকজন, রিক্সা চালক এমন ১৫০ জনকে খাবার বিতরণ করা করেন ।
এবার যখন অন্য রকম ঈদ, হাসবে শিশু দেখবো মোরা, সার্থক আমরা এই শ্লোগানে সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে তারা এই কাজটি করেন।
সেচ্ছাসেবী অনিক চন্দ্র দে এর উদ্যোগে এ আয়োজনে উপস্থিত ছিলেন ফেসবুক গ্রুপ নারায়ণগঞ্জস্থান এর এডমিন অভিজিত সাহা, কাউন্সিলর সচিব রুবায়েত রকি, গার্মেন্ট এসোসিয়েশন ঝুকির সুজন সাহা , বিধান নীল, অভিজিৎ সাহা, উজ্জ্বল সাহা, আনাস, পঙ্কজ, অর্নব, আবদুল্লাহ, আলামীন, অরিন্দম সাহা, অনিক দত্ত ও জহির প্রমূখ।