বিজয় বার্তা ২৪ ডেস্ক
বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সদস্য, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক সংসদ সদস্য প্রয়াত জননেতা একেএম সামসুজ্জোহার সহধর্মিনী এবং নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত জননেতা আলহাজ্ব নাসিম ওসমান, সংসদ সদস্য আলহাজ্ব একেএম সেলিম ওসমান ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব একেএম শামীম ওসমানের মা ভাষা সৈনিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক নাগিনা জোহার ইন্তেকাল (ইন্নালিল্লাহি … রাজেউন)। তার প্রয়ানে গভীর শোক প্রকাশ করেছেন ফতুল্লা থানা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব এম সাইফউল্লাহ বাদল।
এক বার্তায় তিনি মরহুমার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন। তিনি আল্লাহ রাব্বুল আল-আমিনের দরবারের মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।