বিজয় বার্তা ২৪ ডট কম
ভাষাসৈনিক প্রয়াত বাদশা মিয়া স্মৃতি পরিষদের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে শিশু- কিশোরদের নিয়ে চিত্রাংকন প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধ্যায় শহরের গলাচিপা মসজিদ রোড এলাকায় এই চিত্রাংকন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি চন্দনশীল ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি শেখ সাফায়াত আলম সানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, মহানগর সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল হোসেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি হাসান ফেরদৌস জুয়েল। এছাড়া উক্ত পরিষদের সভাপতি সায়েক শহীদ রেজা ও সায়েম শহীদ রেজার সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের সহ সভাপতি জুম্মান হোসেন, আরিফ হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক ফরহাদ রেজা, কর্মবাস্তবায়ন বিষয়ক সম্পাদক মনির হোসেন, আপ্যায়ান বিষয়ক সম্পাদক ইব্রাহীম, জয় বাংলা ক্লাবের সভাপতি ওয়াদ্রিব হাসান অনন্ত, ছাত্রলীগ নেতা সৈয়দ রনি, সুমন মিয়া, মোরসালিন, সেজান, সাইদুল, জেহেদী, আকাশ, হৃদয় সহ অন্যান্যরা।
এসময় সাফায়াত আলম সানি বলেন, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শিশু কিশোরদের মাঝে চিত্রাংকন প্রতিযোগীতা এটা একটি ভাল উদ্যোগ। শিশু কিশোরদের শুধু ভাল ছবি আঁকলে বা পড়ালেখা করলে হবে না। সবার আগে তাদের মাঝে সামাজিক মূল্যবোধ জাগ্রতো করতে হবে। তাদের মধ্যে দেশ প্রেম তৈরি করতে হবে। মূল্যবোধ আর দেশ প্রেম থেকেই তারা এদেশের উন্নয়নে ভূমিকা রাখবে। জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে শেখ হাসিনার বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলাদেশ গড়তে আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
পরে চিত্রাংকন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।