বিনোদনডেস্ক,বিজয় বার্তা ২৪
লুকিয়ে লুকিয়ে প্রেম হবে নাকি জগৎবাসীকে জানিয়ে? তারকা জগতের একেকজন একেকভাবে নিজেদের ভালোবাসার কথা প্রকাশ করেন।
ভালোবাসার বিশেষ দিবস আসতে আর খুব বেশি দেরি নেই। আর যারা নিজেরাই ভালোবাসার ফুলঝুড়ি ছড়ান তাদের প্রেমজীবন সম্পর্কে জানতে চায় সারা বিশ্ব। এবারের ভালোবাসা দিবসটি আলিয়া কার সঙ্গে কাটাবেন সেটা জানা গেলো।
অবশ্য রহস্যটা ফাঁস করলেন আলিয়ার স্টুডেন্ট অব দ্যা ইয়ার সহঅভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা নিজেই। জানালেন আগামী ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে আলিয়া ভাটের সঙ্গেই সময় কাটাবেন তিনি।
অবশ্য কারণটা জানিয়ে বললেন, আলিয়া আর ফাওদের সঙ্গেই কাটাবো দিনটা। ‘কাপুর অ্যান্ড সনস’ সিনেমার প্রমোশনের কাজে।
তবে বলিউডজুড়ে আলিয়া আর সিদ্ধাথের্র প্রেমের গুঞ্জনে একটু বাড়তি ঘিই যেনো ঢাললো এমন পরিকল্পনা। ‘স্টুডেন্ট অব দ্যা ইয়ারের’ এই দুই অভিনেতা অভিনেত্রী এখন লিভ টুগেদার করছেন বলেও ধারণা সবার।
এরকম আরো ।