আন্তর্জাতিকডেস্ক,বিজয় বার্তা ২৪
দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশ ভারত ও নেপালের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্কের তিক্ততা আরো বেড়েছে। সম্প্রতি ভারতে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে নিয়েছে কাঠমান্ডু। এছাড়া নেপালের প্রেসিডেন্টের পূর্বঘোষিত ভারত সফরও বাতিল করা হয়েছে। শনিবার দেশটির কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন। খবর এএফপি।
শুক্রবার দিল্লিতে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত দ্বীপ কুমার উপাধ্যায়কে প্রত্যাহার করা হয়। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি নেপালি কংগ্রেসের পক্ষ নিয়েছেন, যারা প্রধানমন্ত্রী খড়গ প্রসাদ শর্মা অলির সরকারকে উত্খাতের মাওবাদী পরিকল্পনায় সমর্থন জানিয়েছে। ২০১৫ সালের এপ্রিলে তত্কালীন নেপালি কংগ্রেস সরকার তাকে রাষ্ট্রদূত হিসেবে ভারতে পাঠায়।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন সরকারি কর্মকর্তা কাঠমান্ডুতে বলেন, উপাধ্যায় নেপালি কংগ্রেসের সঙ্গে ঘনিষ্ঠ এবং সরকার পরিবর্তনের চেষ্টায় দৃশ্যত ভেতর থেকে কোনো ভূমিকা রেখেছিলেন। সেটাই তাকে সরিয়ে নেওয়ার প্রধান কারণ।
প্রধানমন্ত্রী অলির পররাষ্ট্র-বিষয়ক উপদেষ্টা গোপাল খানাল কোনো সুনির্দিষ্ট কারণ না উল্লেখ করে বলেন, দেশকে ঠিকমতো প্রতিনিধিত্ব না করলে কোনো দূতকে প্রত্যাহারের অধিকার সরকারের আছে।
ভারতের এনডিটিভির খবরে বলা হয়, নেপালের মন্ত্রিসভার বৈঠকে শনিবার রাষ্ট্রদূত দীপ কুমার উপাধ্যায়কে প্রত্যাহারের সিদ্ধান্ত হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এতে বলা হয়, রাষ্ট্রদূত দীপ কুমারের বিরুদ্ধে সরকারের অভিযোগ হলো, তিনি প্রধানমন্ত্রী অলির নেতৃত্বাধীন সরকারকে উৎখাতে কাঠমান্ডু ও দিল্লিতে সক্রিয় ভূমিকা পালন করছেন।
মন্ত্রিসভার বৈঠকের আগে সকালে দীপ কুমারের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী অলি। এর আগে নেপালের প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভান্ডারির ভারত সফর বাতিল করা হয়। সফর বাতিলের ওই খবর আগে রাষ্ট্রদূতকে জানানো হয়নি।
এনডিটিভি জানায়, প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলার সময় রাষ্ট্রদূত তাঁর প্রতিক্রিয়ায় বলেন, যখন নেপাল-ভারত সম্পর্ক নতুন করে এগোচ্ছে, ঠিক সেই সময়ে তাঁকে প্রত্যাহারের বিষয়টি শোভন হলো না। এমনকি প্রেসিডেন্টের ভারত সফর বাতিলের কথাও তাঁকে আদৌ জানানো হয়নি। খবরে বলা হয়, তখন প্রধানমন্ত্রী অলি বলেন, এ নিয়ে আপত্তি থাকলে আপনি পদত্যাগ করতে পারেন।
নেপালের প্রধানমন্ত্রীর একজন শীর্ষ সহযোগী জানান, রাষ্ট্রদূত দীপ কুমার উপাধ্যায়কে নিয়ে আগে থেকেই অস্বস্তিতে ছিলেন প্রধানমন্ত্রী।