আন্তর্জাতিকডেস্ক,বিজয় বার্তা ২৪
ভারতে সেতু থেকে বাস ছিঁটকে নদীতে পড়ে নিহত ১৩, আহত হয়েছেন ৫৩ জন। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বুধবার রাতে দেশটির ছত্তিশগড় রাজ্যের বলরামপুর জেলায় সেতু পার হওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি শুকিয়ে যাওয়া ছোট নদীতে আঁছড়ে পড়ে।
বিলাশবহুল বাসটি ঝাড়খণ্ডের গাড়ওয়া জেলা থেকে পাশ্ববর্তী রাজ্য ছত্তিশগড়ের রাইপুর জেলার উদ্দেশে যাচ্ছিল। পথিমধ্যে ছত্তিশগড়ের বলরামপুর জেলার দালধোয়া এলাকায় বুধবার রাত সাড়ে ১০টার দিকে দুর্ঘটনায় পড়ে বাসটি।
বলরামপুর জেলার পুলিশ সুপার সদানন্দ কুমার গণমাধ্যমকে জানিয়েছেন, ‘জেলা শহর থেকে পাঁচ কিলোমিটার দূরে ছোট সেতুর মুখে সরু রাস্তার বাঁকে হঠাৎ একটি মোটরসাইকেল দেখতে পান বাসচালক। তিনি মোটরসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে বাসের নিয়ন্ত্রণ হারান। এ কারণে বাসটি সেতু থেকে নদীতে ছিঁটকে পড়ে। নদীতে পড়ার পর দুই-তিন বার উল্টে যায় বাসটি।’
দুর্ঘটনার তথ্য পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। স্থানীয়দের সহায়তায় বাসের যাত্রীদের উদ্ধার করে তারা। ১৩ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত হওয়া গেছে। আহতদের মধ্যে ১৬ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের অম্বিকাপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।