আন্তর্জাতিকডেস্ক,বিজয় বার্তা ২৪
অনগ্রসর জাতি হিসেবে অধিকার সংরক্ষণের দাবিতে গড়ে ওঠা আন্দোলন ঘিরে ভারতের রাজ্য হরিয়ানায় এখন অগ্নিগর্ভ পরিস্থিতি। আন্দোলন দমনে কারফিউ জারি করা হয়েছে দুই জেলায়। বিক্ষোভকারীদের দেখা মাত্র গুলির নির্দেশ দেয়া হয়েছে সেখানে।
জাঠ সমপ্রদায়ের এই আন্দোলনে এখনও পর্যন্ত তিন জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আরো হয়েছে প্রায় ৮০ জন। এছাড়াও নয়টি জেলায় সেনা মোতায়েন করা হয়েছে।
অনগ্রসর জনগোষ্ঠী হিসেবে কোটা সংরক্ষণের দাবিতে জাঠদের বিক্ষোভে কয়েকদিন ধরেই উত্তপ্ত হরিয়ানা। তবে শুক্রবার তা মারাত্মক আকার নেয়। আধা সামরিক বাহিনী বিএসএফ ও পুলিশের ওপর চলে হামলা। বিশেষ করে, রোহতাক, ঝাজ্জর, সোনিপত, ভিওয়ানি সহ একাধিক জেলার পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। মন্ত্রী, পুলিশ কর্মকর্তাদের বাড়িতে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেয়া হয়।
হরিয়ানার সরকার জানিয়েছে, জাঠ আন্দোলনকারীদের কোনো নির্দিষ্ট নেতা না থাকায় তাদের সঙ্গে আলোচনায় বসা মুশকিল হচ্ছে। সূত্র: জি নিউজ