আন্তর্জাতিকডেস্ক,বিজয় বার্তা ২৪
ভারতীয় রেলের ইতিহাসে আজ থেকে সূচনা হল এক নতুন অধ্যায়ের। যাত্রা শুরু হলো ভারতের সবচেয়ে দ্রুতগামী ট্রেন গতিমান এক্সপ্রেসের। উদ্বোধন করেন রেলমন্ত্রী সুরেশ প্রভু। সকাল ১০টায় দিল্লির নিজামুদ্দিন স্টেশনে সবুজ পতাকা দুলিয়ে ট্রেনটির যাত্রা শুরুর সংকেত দেন প্রভু।
সুরেশ প্রভু বলেন, ‘এই ট্রেন ভারতীয় হাইস্পিড ট্রেন সফরের ক্ষেত্রে এক নয়া অধ্যায়ের সূচনা করল। এটা একটা গর্বের মুহূর্ত।’
ট্রেনটি ঘণ্টায় ১৬০ কিলোমিটার গতিবেগে ২০০ কিলোমিটার পথ পেরোতে নেবে দেড়ঘণ্টার কিছু বেশি সময়। গতিমান এক্সপ্রেসে চেয়ারকারের ভাড়া ৭৫০ রুপি ও এক্সিকিউটিভ ক্লাসের ভাড়া ১৫০০ রুপি। দিল্লি থেকে ট্রেনটি সকাল ৮টা ১০ মিনিটে ছাড়বে। ২১০ কিলোমিটার পথ ছুটে আগ্রা পৌঁছবে সকাল ৯টা ৫০ মিনিটে।
এই প্রথম বিমানের মতো ট্রেনে থাকবেন রেল-সেবিকারা। শুক্রবার ছাড়া সপ্তাহের বাকি ৬ দিন এই ট্রেন চলবে । কারণ, শুক্রবার তাজমহল বন্ধ থাকে।