খেলাধূলাডেস্ক,বিজয় বার্তা ২৪
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে পড়লো ভারত। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে দ্বিতীয় সেমিফাইনালে ৭ উইকেটে হেরে গেছে ধোনিবাহিনী। ভারতের দেয়া ১৯৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই গেইলের উইকেট হারালেও শেষ পর্যন্ত সহজ জয় নিশ্চিত করে ওয়েস্ট ইন্ডিজ।
আন্দ্রে রাসেল (৪৩) ও লেন্ডল সিমন্স (৮৩) রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন। এর আগে জনসন চার্লস (৫২) রান করে আউট হন। ম্যাচ সেরা নির্বাচিত হন লেন্ডল সিমন্স।
বৃহস্পতিবার রাতে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ড্যারেন সামি।
টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ১৯২ রান সংগ্রহ করে ভারতীয় দল। কোহলির অপরাজিত ৮৯ রানের সুবাদে বড় সংগ্রহ পায় ভারতীয়রা। জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজের প্রয়োজন ছিলো ১৯৩ রান।
ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে মাঠে নামেন রোহিত শর্মা ও অজিঙ্কা রাহানে। ওপেনিং জুটিতে ৬২ রান সংগ্রহ করেন শর্মা এবং রাহানে। পরে শর্মাকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন বাদ্রি। শর্মা ৪৩ রান করেন। এরপর কোহলিকে সঙ্গে নিয়ে ৬৬ রানের জুটি গড়েন রাহানে। ব্যক্তিগত ৪০ রান করে রাসেলের বলে ব্রাভোর হাতে ধরা পড়েন রাহানে।
পরের ওভারেই ইনিংসের সবচেয়ে ‘বড় সফলতা’টা পেতে পারতো ওয়েস্ট ইন্ডিজ। ব্যক্তিগত ১ রানেই সাজঘরে ফিরে যেতে পারতেন ভারতের ব্যাটিং কাণ্ডারি বিরাট কোহলি। কিন্তু কোহলিকে রান আউট করার সুবর্ণ সুযোগ নষ্ট করেন দিনেশ রামদিন ও ডোয়াইন ব্রাভো।
ব্রাভোর স্লোয়ার বল ক্রিজ ছেড়ে উঠে এসে মারতে গিয়েছিলেন কোহলি, তবে বলে-ব্যাটে এক করতে পারেননি। কোহলি তখন ক্রিজের বাইরেই। কিন্তু উইকেটরক্ষক রামদিনের থ্রো স্টাম্প মিস করার পর খুব কাছে থেকে ব্রাভোও বল স্টাম্পে লাগাতে ব্যর্থ হন। ফল, রান আউটের সুযোগ হাতছাড়া।
ব্যক্তিগত ১ রানে জীবন পাওয়া কোহলিকে নিয়ে দ্বিতীয় উইকেটে আরেকটি পঞ্চাশোর্ধ জুটি রাহানে। দলীয় ১২৮ রানে রাহানেকে ফিরিয়ে (৪০) ৬৬ রানের জুটি ভাঙেন আন্দ্রে রাসেল। ছক্কা হাঁকাতে গিয়ে মিডউইকেট বাউন্ডারির কাছে ব্রাভোর হাতে ধরা পড়েন রাহানে।
রাহানে ফিরলেও অধিনায়ক ধোনির সঙ্গে ২৭ বলে ৬৪ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে ভারতকে ১৯২ রানের লড়াকু পুঁজি এনে দেন কোহলি। মাত্র ৪৭ বলে ১১ চার ও ১ ছক্কায় ৮৯ রানের অসাধারণ ইনিংস খেলে অপরাজিত থাকেন তিনি। ৯ বলে ১৫ রানে অপরাজিত ছিলেন ধোনি।
ভারতীয় দলে দুটি পরিবর্তন এসেছে। ইনজুরিতে পড়ে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়া যুবরাজ সিংয়ের সঙ্গে বাদ পড়েছেন শিখর ধাওয়ান। এই দুজনের জায়গায় একাদশে এসেছেন অজিঙ্কা রাহানে ও মনিষ পান্ডে।
ওয়েস্ট ইন্ডিজ দলেও দুটি পরিবর্তন এসেছে। আগের ম্যাচে বিশ্রামে থাকা ক্রিস গেইল অনুমিতভাবেই একাদশে ফিরেছেন। বাদ পড়েছেন এভিন লুইস। আর ইনজুরিতে পড়ে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়া আন্দ্রে ফ্লেচারের জায়গায় একাদশে ঢুকেছেন লেন্ডল সিমন্স।
বুধবার প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনালে উঠেছে ইংল্যান্ড। আজ যারা জিতবে তারাই আগামী রোববার কলকাতার ইডেন গার্ডেনে ইংল্যান্ডের সঙ্গে শিরোপা-যুদ্ধে নামবে।
ভারত একাদশ: রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, সুরেশ রায়না, মানিশ পান্ডে, অাজিঙ্কা রাহানে, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটরক্ষক), হার্দিক পান্ডে, রবিন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, জাসপ্রিত বুমরাহ ও আশিষ নেহরা।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ক্রিস গেইল, জনসন চার্লস, লেন্ডল সিমন্স, মারলন স্যামুয়েলস, দিনেশ রামদিন (উইকেটরক্ষক), ডোয়াইন ব্রাভো, আন্দ্রে রাসেল, ড্যারেন স্যামি (অধিনায়ক), কার্লোস ব্রাথওয়েট, সুলেমান বেন ও স্যামুয়েল বদ্রি।