বিজয় বার্তা ২৪ ডট কম
বৃহস্পতিবার বন্দর ইসলামিয়া ফাযিল মাদরাসার সাবেক সেক্রেটারী , মাইজ ভান্ডার শরীফের খলিফা ,শিক্ষানুরাগী বন্দর সালেহ নগরের বিশিষ্ট সমাজ সেবক মরহুম তাহের আলী প্রধান ( ৬৫) এর চেহলাম সালেহনগরস্থ নিজ বাস ভবনে অনুষ্ঠিত হয়। তার পরিবারের পক্ষ থেকে চেহলাম উপলক্ষে দিন ভর নানা কর্মসুচী পালন করা হয়। সকালে মরহুমের কবর জিয়ারত পবিত্র কোরআন খানী মিলাদ ও দোয়া সহ দুপুরে গরীব ভোজের আয়োজন করা হয়। বিকেল ৫টা হতে মরহুমের জীবনালক্ষ্য নিয়ে আলোচনা ও ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। তার বড় ছেলে নুর আলম ভান্ডারীর পরিচালনায় মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন মরহুমের বড় ভাই মোঃ আবদুল করিম,শেখ মোঃ আবু সাইদ, বি.এম. ইউনিয়ন স্কুল এন্ড কলেজের সাবেক সদস্য বন্দর থানা প্রেস ক্লাবের সমাজ কল্যান সম্পাদক বিশিষ্ট সাংবাদিক মাওলানা মোঃ আবু সাইদ মিয়া, শাহী মসজিদের মোয়াজ্জিন মাওঃ মনির হোসেন, মোঃ গিয়াস উদ্দিন,মোঃ আঃ রশীদ,ভান্ডারী মোঃ কবীর বাবুর্চী,সেলীম ভান্ডারীসহ এলাকার সর্বস্তরের ভক্তবৃন্দ ও জনগন । মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাওলানা মোঃ মোজাম্মেল হোসেন।