বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও থানা এলাকার শীর্ষ জামায়াত নেতা সাইফুল ইসলামকে জঙ্গী হামলা বিরত থাকার আহবান জানালেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব একেএম সেলিম ওসমান। বৃহস্পতিবার দুপুরে বন্দর উপজেলা পরিষদ আয়োজিত বিশেষ সভা চলাকালে উপজেলা ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলামের বক্তব্যের প্রাক্কালে সাংসদ তাকে উদ্দেশ্যে করে জনসম্মুখেই এসব কথা বলেন। সেলিম ওসমান আরো বলেন,আর যাই করুন অন্ততঃ নিজ এলাকার মানুষজনকে শান্তিতে বসবাস করতে দিয়েন। আপনার এলাকার লোকজন যাতে কোনভাবে অশান্তিতে না থাকে। কাইন্ডলি আপনার লোকজনকে বলে দিয়েন তারা যেন বন্দর এলাকায় কোন গ্যাদারিং না করে। এ সময় জামায়াত নেতা মুচকি হাসি হেসে করবেনা বলে সাংসদকে আশ্বস্থ করেন। পরে সাইফুল ইসলাম অগোছালো বক্তব্য দিলে সাংসদ তাকে বক্তব্য শিখে বিস্তারিত জেনে ভবিষ্যতে বক্তব্য রাখার আহবান জানান অন্যথায় কখনো এইভাবে কথা বলতে দেয়া হবেনা বলে সাফ জানিয়ে দেন। ঘটনাটি উপস্থিত বিভিন্ন অঞ্চলের জনপ্রতিনিধি ও রাজনীতিবিদসহ সর্বস্তরে লোকজনের মাঝে সমালোচনার ঝড় বইতে দেখা যায়।