বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের বাবুরাইলে ৪র্থ তলা একটি ভবন ধসে পড়ার ঘটনায় এক শ্রেণীর স্কুলছাত্র নিখোঁজ রয়েছে। ফায়ার সার্ভিসের একাধিক টিম প্রায় ২৪ ঘন্টা অতিবাহিত হবার পরও সন্ধান দিতে পারেনি তার। সোমবারও চলছে উদ্ধার কাজ। এদিকে ভবন ধসের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রেহানা আকতারকে কমিটির আহ্বায়ক করা হয়েছে। তদন্ত কমিটিকে আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ জসিম উদ্দিন।
রবিবার বিকেলে ফতুল্লা থানার এক নম্বর বাবুরাইলের শেষ মাথায় মুন্সিবাড়ি এলাকার এইচএম ম্যানশন নামে ভবনটি ধ্বসে পড়ে। এ ঘটনায় শোয়েব নামে এক স্কুলছাত্র নিহত ও ছয় জন আহত হয়। নিখোঁজ রয়েছে ওয়াজিদ নামে ষষ্ঠ শ্রেণির আরেক স্কুল ছাত্র। তবে ঘটনার ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও খোঁজ মেলেনি তার। এদিকে রাত ১০ টার দিকে ওয়াজিদের সাথে একসাথেই আরবী পড়তে আসা ও বেঁচে ফেরা স্বপ্না ঘটনাস্থলে এসে ওয়াজিদের অবস্থান ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দলকে দেখিয়ে দেয়। এতে উদ্ধারকারী দল সে অনুযায়ী উদ্ধার অভিযান জোরালো করে। রাতভর পরিচালিত হয় অভিযান। স্কুল ছাত্রটিকে উদ্ধারে এখনো কাজ চালিয়ে যাচ্ছে দমকল বাহিনীর উদ্ধারকর্মীরা। স্থানীয়দের তথ্যানুযায়ী, এইচ এম ম্যানসন রোডের রউফ মিয়ার চার ছেলে-মেয়ে মিলে চারতলার ভবনটি নির্মাণ করে। এর মধ্যে তৃতীয় তলায় আজহারউদ্দিন, দ্বিতীয় তলায় বোন শিউলি বেগম ও নিচ তলায় অপর দুই ভাই সুমন ও বাবু থাকতো। সেখানে আরেকটি রুমে সোনিয়া নামের একজন ভাড়াটিয়া থাকতেন। তিনি আরবি পড়াতেন। সেটা মূলত একটি খালের উপর ছিল। ঠিকমত পাইলিং করা হয়নি। এ নিয়ে স্থানীয়রা আগেই ভবন মালিককে সতর্ক করেছিলেন।