বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ধামগড় ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ড মেম্বার কবির হোসেন ওরফে ফেন্সী কবির বয়স্ক ও বিধবা ভাতার কার্ড নবায়ণ করার অজুহাতে কার্ডধারীদের নিকট থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। অত্র ওয়ার্ডের আনন্দনগর গ্রামের মৃত- হায়দার মিয়ার বিধবা স্ত্রী কালা বুড়ী, মৃত- সেলিম মিয়ার স্ত্রী শাকিলা বেগম, মৃত- মুনসুর আলীর স্ত্রী নুননেছা বেগম, মৃত- ইছা বুড়ার ছেলে ওমর আলী, মৃত- হরমুজ আলীর স্ত্রী সখিনা বেগম, মৃত- সিদ্দিক মিয়ার মেয়ে শাহানাজ বেগম ও মৃত- সাইদুল মিয়ার স্ত্রী আবেদা বেগম জানান, আমরা নিয়মিত বয়স্ক ও বিধবা ভাতা পাচ্ছিলাম। এমতাবস্থায় স্থানীয় ওয়ার্ড মেম্বার কবির হোসেন কার্ড নবায়ণ করতে হবে নতুবা আমাদের বয়স্ক ও বিধবা ভাতার কার্ড বাতিল হয়ে যাবে বলে জানান এবং কার্ড নবায়ণ বাবদ আমাদের কাছ থেকে জনপ্রতি ১ হাজার টাকা করে হাতিয়ে নিয়েছে মেম্বার। তাছাড়া সে আরো লোকজন থেকে একই কায়দায় প্রচুর টাকা হাতিয়ে নিয়েছে। উক্ত ঘটনার সত্যতাসহ সরেজমিনে তথ্যানুসন্ধানে জানাগেছে, সে একজন মাদক ব্যবসায়ী ও সেবনকারী। তাছাড়া একাধিক বার মাদক সহ পুলিশের হাতে গ্রেফতার হয়ে হাজত খেটেছে সে। তার বিরুদ্ধে বন্দর থানায় একাধিক মাদক মামলা রয়েছে। এ ব্যাপারে প্রয়োজণীয় ব্যবস্থা নিতে উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট দাবী জানিয়েছে ভুক্তভোগী অসহায় ওইসব লোকজন।